কার্ডিফ দারুস সুন্নাহ মাদরাসার `প্যারেন্টস মিটিং’ || উদ্বোধনী ক্লাস ৬ সেপ্টেম্বর

No Image Available
  • আপডেট টাইম : April 28 2025, 15:53
  • 1 বার পঠিত
কার্ডিফ দারুস সুন্নাহ মাদরাসার `প্যারেন্টস মিটিং’ || উদ্বোধনী ক্লাস ৬ সেপ্টেম্বর

মোজাম্মেল আলী, কার্ডিফ, ইউকে : ব্রিটেনে বেড়ে উঠা বাংলাদেশী নব-প্রজন্মের সন্তানদের ইসলামের সঠিক আকিদার ভিত্তিতে পবিত্র কুরআনের সঠিক জ্ঞান দান ও ইসলামিক শিক্ষার প্রসারের লক্ষ্যে ব্রিটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে আনজুমানে আল-ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় ‘দারুস সুন্নাহ উইকেন্ড মাদরাসা কার্ডিফ’ নামে একটি মাদরাসা প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এর ধারাবাহিকতায় কার্ডিফ লোকাল কমিউনিটির একটি ‘প্যারেন্টস মিটিং’ রবিবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল ইসলাহ ইউকে ওয়েলস ডিভিশনের প্রেসিডেন্ট হাফিজ মাওলানা ফারুক আহমদের সভাপতিত্বে এতে মাদরাসার কারিকুলাম ও আনুষঙ্গিক বিষয় তুলে ধরেন, সহকারী শিক্ষক মাওলানা ক্বারী মিনহাজ উদ্দিন। প্রতিষ্ঠানের অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন, শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাজী ফয়জুর রহমান, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল হান্নান ও সেক্রেটারি আসকর আলী, কার্ডিফ কাউন্টি কাউন্সিলর দিলোয়ার আলী, ইউকে বিডি টিভির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মকিস মনসুর, আনজুমানে আল ইসলাহ ওয়েলস ডিভিশনের সেক্রেটারি আনসার মিয়া, ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আনোয়ার, কিবরিয়া শাহ, শেখ আতিকুজ্জামান, নওশাদ চৌধুরী ও কার্ডিফ বাংলা অনলাইন সম্পাদক ক্বারী মোহাম্মদ মোজাম্মেল আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন, সৈয়দ তাহের, বিলাল খান, সিলেট ভিউ সম্পাদক মাহবুবুর রহমান, ক্বারী আব্দুল হালিম, সৈয়দ কুতুব আলী, নাঈম উদ্দিন, মাহমুদ আলী প্রমুখ।
মাদরাসায় ৬ থেকে ১২ বছরের শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলছে এবং ১৫ আগস্ট পর্যন্ত চলবে। উদ্বোধনী ক্লাস আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মাদরাসার ঠিকানা : 32 splott Road, Cardiff, CF24 2DA, UK. এছাড়াও +44 7825 443506 নম্বরে বা ইমেইলে DarusSunnahCardiff@gmail.com ঠিকানায় নক করতে পারবেন।
মাদরাসা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটির উন্নয়নে কমিউনিটির সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর