শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আলতাব হোসেনের বিরুদ্ধে কয়েকটি গণমাধ্যম অসত্য সংবাদ প্রকাশ করেছে বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার (২৮ এপ্রিল/১৫ বৈশাখ) বিকেলে শাল্লায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
আলতাব হোসেন লিখিত বক্তব্যে উল্লেখ করেন, গত ২৬ ও ২৭ এপ্রিল এসব গণমাধ্যম উপজেলা যুবলীগের আহ্বায়ক তকবির হোসেনের ১৫ একর জমির ধান কেটে নেওয়ার অভিযোগ এনে তার বিরুদ্ধে একটি মিথ্যা সংবাদ প্রকাশ করে।
তকবির হোসেন তাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যার আশ্রয় নিচ্ছেন বলে তিনি অভিযোগ করে মিথ্যাচারে নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরও বলেন, তকবির হোসেন নিজেই নিজের জমির ধান কেটে তার ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক এম. এ. রাজ্জাক এবং ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ হোসেন সাগরও প্রকাশিত সংবাদের নিন্দা জানিয়ে বক্তব্য দেন।