নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজারে মানবপাচার মামলার প্রধান আসামি ও হবিগঞ্জে হত্যামামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে।
গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল শনিবার (২৬ এপ্রিল) রাতে জেলার বড়লেখা উপজেলার ডিমাই বাজার থেকে বড়লেখা থানার মানবপাচার মামলার (নং-০৪/৬২ তারিখ-০৬/০৪/২০২৫ খ্রি, ধারা-৬/৭/৮ মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১২) এজাহার নামীয় ১ নম্বর আসামি সরফ উদ্দিন নবাবকে (৪০, পিতা সজ্জাদ আলী, কেছরীগুল, বড়লেখা, মৌলভীবাজার) গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, সরফ উদ্দিন নবাব ও তার সহযোগীরা উপজেলার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ভারতে পাচার করে ভারতে তাদেরকে হাত-পা বেঁধে নির্যাতনের ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিলো। এ ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
একই দিন দুপুরে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের আভিযানিক দল পৃথক অভিযান চালিয়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার মীরপুর ইউনিয়নের নতুন বাজার ও বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর রেলক্রসিং এলাকায় অভিযান পরিচালনা করে আজমিরীগঞ্জ থানার মামলা (নং-০৪/০৪, তারিখ-০৫/০১/২০২৫ খ্রি, ধারা-৩৪১/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০) মূলে আজমিরীগঞ্জ উপজেলার নগর জগন্নাথ আখড়ার সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সংঘটিত হত্যামামলার ৪ পলাতক আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নগর গ্রামের আশুতোষ হোম রায় বুদ্ধ (৫০, পিতা মৃত নির্মলেন্দু হোম রায়), নীলোৎপল হোম রায় লিটন (৪৬, পিতা মৃত নির্মলেন্দু হোম রায়), রাখেশ সূত্রধর বৈরাগী (৫৫, পিতা মৃত রাজকুমার সূত্রধর) ও রাংকু সূত্রধর (৩০, পিতা রাখেশ সূত্রধর বৈরাগী)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।