নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সিলেটের সীমান্তবর্তী এলাকায় প্রায় ৬ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে।
এসব পণ্যের মধ্যে রয়েছে, লেহেঙ্গা, শাড়ি, চকোলেট, পান ও চিনি সহ নানারকম প্রসাধনী সামগ্রী।
শনিবার (২৬ এপ্রিল/১৩ বৈশাখ) জৈন্তাপুর উপজেলার শ্রীপুর বিওপিতে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, শুক্রবার রাতে জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়; কিন্তু এসময় চোরাকারবারিরা পালিয়ে যায়।