দিরাইয়ে তুচ্ছ ঘটনার জের ধরে বড়োভাইকে না পেয়ে ছোটোভাইকে হত্যা

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল/১৩ বৈশাখ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা গেছে, ধান শুকানোকে কেন্দ্র করে বাউসির সেবক দাসের ছেলে পলাশ দাস ও একই গ্রামের চাঁন মিয়ার ছেলে সাকিল আহমেদের (২২) মধ্যে কথাকাটির একপর্যায়ে পলাশ দাস সাকিল আহমদকে আঘাত করে। সাথে সাথে আঘাতপ্রাপ্ত সাকিল আহমদ দৌঁড়ে বাড়ি চলে যায়। তবে কিছুক্ষণ পর বল্লম হাতে ফিরে এসে পলাশ দাসকে খুজঁতে থাকে; কিন্তু তাকে না পেয়ে তার ছোটোভাই প্রান্ত দাসকে (২০) … Continue reading দিরাইয়ে তুচ্ছ ঘটনার জের ধরে বড়োভাইকে না পেয়ে ছোটোভাইকে হত্যা