জকিগঞ্জ প্রতিনিধি : জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্মসাংগঠনিক সম্পাদক হিসেবে নবীগঞ্জের সাংবাদিক মুরাদ আহমদ দায়িত্ব পেয়েছেন।
গত ২২ এপ্রিল জাতীয় পার্টির মহাসচিব কাজী মো মামুনুর রশিদ স্বাক্ষরিত এক পত্রে তার নিয়োগ নিশ্চিত করা হয়।
এতে আশা প্রকাশ করা হয়েছে, দায়িত্ব পালনকালীন সময়ে মুরাদ আহমদ অতীতের ন্যায় দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন।
মুরাদ আহমদ ছাত্রজীবন থেকেই জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।
যুগ্মসাংগঠনিক সম্পাদক পদ লাভ করায় তিনি জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ ও মহাসচিব কাজী মো মামুনুর রশিদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
একই সঙ্গে তিনি দায়িত্ব পালনে নেতা-কর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।