র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পর্নোগ্রাফি মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সদর কোম্পানি, সিলেট ও সিপিসি-২, শ্রীমঙ্গলের একটি যৌথ আভিযানিক দল বুধবার (২৩ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় সিলেট কোতয়ালি মডেল থানার মামলায় (এফআইআর নং-৩৪/১৪৭, তারিখ-১৩ মার্চ ২০২৫ খ্রি, ধারা-৮(১)/৮(২)/৮(৩) পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২) এজাহার নামীয় পলাতক আসামি হুমায়ুন মিয়াকে (৩০, পিতা নানু মিয়া, আলিসারকুল, শ্রীমঙ্গল, মৌলভীবাজার) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সিলেট কোতয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।–তথ্য বিবরণী