সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া দৈনিক ডেসটিনির জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন।
গত ১৬ এপ্রিল দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুল হাসান নিজামী তাকে নিয়োগ প্রদান করেন।
সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া ১৯৭৮ সালে সাপ্তাহিক দেশবার্তা পত্রিকার দিরাই প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পরবর্তী সময়ে তিনি দৈনিক জালালাবাদী, সাপ্তাহিক সিলেট সমাচার, দৈনিক জৈন্তাবার্তা, আজকের সিলেট, বৃহত্তর সিলেটের মানচিত্র, সাপ্তাহিক গ্রাম সুরমা, দৈনিক দৃষ্টিকোন, বিএনএস, দৈনিক কাজিরবাজার, দৈনিক দুনিয়া ও আখেরাত পত্রিকা এবং সংবাদ সংস্থায় কাজ করেন।
আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া পরে দৈনিক সিলেটের ডাকে যোগদান করেন।
এছাড়াও তিনি জগন্নাথপুর টোয়েন্টিফোর ডটকম ও জগন্নাথপুর টাইমস ইউকের বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
২০২৫ সালে আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া জাতীয় সাংবাদিক মঞ্চের সিলেট বিভাগীর সভাপতি নির্বাচিত হন।
তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বেতাউকা গ্রামের চৌধুরী বাড়ির প্রধান শিক্ষক মরহুম নূরুল ইসলাম চৌধুরী ও রাজিয়া চৌধুরীর পুত্র।
পেশাগত দায়িত্ব পালনে তিনি সকল মহলের সহযোগিতা চেয়েছেন।
সংবাদ সংক্রান্ত বিষয়ে ও উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতে আগ্রহীদের ০১৭২৬৫৬৩৮২৯/০১৭১২৩২০৯৩৫ নম্বর ও ই-মেইলে (amirulchy143@gmail.com) বা হুরায়রা ম্যানশন, আম্বরখানায় দৈনিক ডেসটিনির সিলেট কার্যালয়ে যোগাযাগ করতে অনুরোধ জানানো হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি