দিরাইয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক শ্রমিক নিহত || আহত কিশোরী সহ ৩ জন

No Image Available
  • আপডেট টাইম : April 22 2025, 15:38
  • 44 বার পঠিত
দিরাইয়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে এক শ্রমিক নিহত || আহত কিশোরী সহ ৩ জন

দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাওরে বজ্রপাতে ইকবাল হোসেন (৪০) নামের এক ধানকাটা শ্রমিক প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার (২২ এপ্রিল/৯ বৈশাখ) সন্ধ্যায় ভরাম হাওরে বজ্রপাত হয়। এতে আহত হন তিনি; কিন্তু তার সাথে থাকা অন্য শ্রমিকরা তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডা নাজিয়া মানালুল ইসলাম ইকবাল হোসেনকে মৃত বলে ঘোষণা করেন।
ইকবাল হোসেন ভোলার রসুলপুর উপজেলার রসুলপুর গ্রামের সালাউদ্দিনের ছেলে। তিনি দিরাই পৌর এলাকার চণ্ডিপুরে ধান কাটতে এসেছিলেন।
তার ভগ্নিপতি সচির উদ্দিন জানান, তারা ধান কাটতে থাকা অবস্থায় বৃষ্টি শুরু হলে সবাই জমি থেকে উঠার সময় বিকট শব্দে বজ্রপাত হলে ইকবাল হোসেন আহত হয়ে মাটিতে পড়ে যান।
এর আগে সকালে উপজেলার বিভিন্ন জায়গায় বজ্রপাতে এক তরুণী সহ আরও ৩ জন আহত হন।
তারা হলেন, চণ্ডিপুরের হাফেজ মাওলানা হাবিবুর রহমান, ভাঙ্গাডহরের ইসমাইল মিয়া (৫০) ও কাদিরপুরের সেলিম মিয়ার মেয়ে পাপিয়া আক্তার (১৮)। এর মধ্যে গুরুতর আহত মাওলানা হাবিবুর রহমানকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক বজ্রপাতের বিষয়টি নিশ্চিত করে এ বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়েছেন।

এই ক্যাটাগরীর আরো খবর