জকিগঞ্জের ৬ তরুণ রাজমিস্ত্রি কাজের জন্য কক্সবাজার গিয়ে নিখোঁজ ৫দিন ধরে

No Image Available
  • আপডেট টাইম : April 21 2025, 10:00
  • 25 বার পঠিত
জকিগঞ্জের ৬ তরুণ রাজমিস্ত্রি কাজের জন্য কক্সবাজার গিয়ে নিখোঁজ ৫দিন ধরে

জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের লোহারমহল গ্রামের ৬ তরুণ কক্সবাজার গিয়ে নিখোঁজ হয়েছেন।
তারা হলেন, মৃত লুকুছ মিয়ার ছেলে রশিদ আহমদ (২০), ফারুক আহমদের ছেলে মারুফ আহমদ (১৮), আজির উদ্দিনের ছেলে শাহিন আহমদ (২১), মৃত দুরাই মিয়ার ছেলে এমাদ উদ্দিন (২২), ছফর উদ্দিনের ছেলে খালেদ আহমদ (১৯) ও মৃত সরবদির ছেলে আব্দুল জলিল (৪০) ।
তাদের অভিভাবকগণ জানান, ১৫ এপ্রিল বিকেলে এই তরুণরা রাজমিস্ত্রি কাজের জন্য কক্সবাজার যান। পরদিন পর্যন্ত পরিবারের সাথে তাদের যোগাযোগ থাকলেও এর পর থেকে সবার মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছে।
লোহারমহল গ্রামের ইউপি সদস্য ছফর উদ্দিন জানান, গত ৫ দিন যাবৎ ৬ জনের কারোর সাথেই কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে। গ্রামের কয়েকজন তরুণদের খোঁজ নিতে কক্সবাজার রওয়ানা হয়েছেন।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, ইতঃপূর্বেও এই তরুণরা কক্সবাজার গিয়ে কাজ করেছে। তাদের খোঁজ নেওয়া হচ্ছে।
বি দ্র : একজনের ছবি পাওয়া যায়নি।

এই ক্যাটাগরীর আরো খবর