চলে গেলেন ভাটিবাংলার মানুষের স্বাস্থ্যসেবায় অসাধারণ ভূমিকা রাখা ডা রাসেন্দ্র

No Image Available
  • আপডেট টাইম : April 21 2025, 17:30
  • 44 বার পঠিত
চলে গেলেন ভাটিবাংলার মানুষের স্বাস্থ্যসেবায় অসাধারণ ভূমিকা রাখা ডা রাসেন্দ্র

দিরাই প্রতিনিধি : ভাটিবাংলার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় অসাধারণ ভূমিকা পালনকারী ডা রাসেন্দ্র কুমার তালুকদার আর নেই।
সোমবার (২১এপ্রিল/৮ বৈশাখ) বিকেল ৩টা ৩৫ মিনিটে চিকিৎসাসেবায় ‘ভাটির বাতিঘর’ খ্যাত এই চিকিৎসক দিরাই উপজেলা সদরে নিজ বাসভবনে শেষনিশ্বাস ত্যাগ করেন।
ভাটির মানুষ তাকে ভালোবেসে ‘দিরাইর দেবী শেঠী’ বলে আখ্যায়িত করতেন।
সিলেট ও সুনামগঞ্জ সহ ভাটি এলাকার মানুষের কাছে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। ছিলেন ধনী-গরীব নির্বিশেষে সকল মানুষের চিকিৎসার আশ্রয়স্থল। অর্ধশতাব্দির বেশি সময় তিনি মানুষের সুস্থতা ও জীবনের মান উন্নয়নে নিজেকে উৎসর্গ করে গেছেন।
ডা রসেন্দ্র কুমার তালুকদার ১৯৪৬ সালের ১ এপ্রিল দক্ষিণ সুনামগঞ্জ (বর্তমান শান্তিগঞ্জ) উপজেলার দুর্গাপাশা ইউনিয়নের জয়কলস (চৌকা) গ্রামে জন্মগ্রহণ করেন। চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। কঠোর জীবন সংগ্রামের মাঝেও ছোটবেলা থেকেই মেধাবী এ মানুষটি তার স্বপ্নপূরণের পথে এক মুহূর্ত থেমে থাকেননি।
দিরাইয়ে দীর্ঘ কর্মজীবনে তিনি ভাটির মানুষকে যেমনি ভালোবেসেছিলেন তেমনি কালনীপারের সকল শ্রেণিপেশার মানুষও তাকে সম্মানের উচ্চ আসনে অধিষ্ঠিত করে। তাই তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

এই ক্যাটাগরীর আরো খবর