সিলেটে তুষার হত্যা মামলার প্রধান আসামি ৪ দিনের মধ্যে মহানগরী থেকে গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : April 19 2025, 10:52
  • 26 বার পঠিত
সিলেটে তুষার হত্যা মামলার প্রধান আসামি ৪ দিনের মধ্যে মহানগরী থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব সিলেটে আলোচিত তুষার হত্যা মামলার প্রধান আসামি পারভেজকে ৪ দিনের মধ্যে মহানগরী থেকে গ্রেফতার করেছে।
মহানগরীর রায়নগর এলাকার অ্যাডভোকেট শাহজাহান আহমদ চৌধুরীর ছেলে তুষার আহমদ চৌধুরী (২১) এমসি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলো।
গত ১৫ এপ্রিল রাত আনুমানিক পৌণে ৮টায় দলদলি চা বাগান এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে পারভেজ, জাবেদ ও রানা সহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জন লাঠিসোটা ও ছুরি দিয়ে তার উপর হামলা চালায়। পরে আশেপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুষার আহমদ চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে সিলেট বিমানবন্দর থানায় তিন জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরো ৬/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা (মামলা নং-১১/৬৯, তারিখ-১৬ এপ্রিল ২০২৫ খ্রি, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০) মামলা দায়ের করেন।
ব্যাপক আলোচিত এ ঘটনার পরিপ্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শনিবার (১৯ এপ্রিল/৬ বৈশাখ) দুপুর সাড়ে ১২টার দিকে মহানগরীর জিন্দাবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি পারভেজকে (২৬, পিতা তাজুদ মিয়া, বাগবাড়ী, সিলেট সদর, সিলেট) গ্রেফতার করে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে এসএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর