জকিগঞ্জ প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক বদরুল হক খসরুর স্মরণসভা অনুষ্ঠিত

No Image Available
  • আপডেট টাইম : April 17 2025, 15:57
  • 7 বার পঠিত
জকিগঞ্জ প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক বদরুল হক খসরুর স্মরণসভা অনুষ্ঠিত

জকিগঞ্জ প্রতিনিধি : জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও ক্রীড়া সংগঠক প্রয়াত বদরুল হক খসরু স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল/৪ বৈশাখ) বিকেলে জকিগঞ্জ প্রেসক্লাব ভবনের সম্মেলন কক্ষে এ সভা ও দোয়ার আয়োজন করা হয়।
জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্মসাধারণ সম্পাদক এনামুল হক মুন্নার উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য দেন, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা কৃষকদলের আহবায়ক ইকবাল আহমদ, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কাওছার রশীদ বাহার, উপজেলা বিএনপির সভাপতি মো শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর আমীর কাজী মাওলানা জালাল উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জাওয়াদুর রহমান, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসান, মাওলানা মোশাহিদ আহমদ কামালী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম চৌধুরী পানু, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো কুতুব উদ্দিন, জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুজন মিয়া, জকিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, সহসভাপতি রহমত আলী হেলালী, সহসাধারণ সম্পাদক মোর্শেদ আলম লস্কর, অফিস ও প্রচার সম্পাদক কে এম মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিপন আহমদ ও সদস্য আবু বকর মো ফয়ছল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আখতার হোসেন রাজু, ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জয়নুল ইসলাম, ঈদগা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ, জকিগঞ্জ পৌর বিএনপির সভাপতি মাসুক আহমদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সঞ্জয় চন্দ্র নাথ, উপজেলা যুবদলের আহবায়ক মাসুক আহমদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস শাকুর, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল বাছিত, উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, মরহুম বদরুল হক খসরুর ভাতিজা উবায়দুর রহমান চৌধুরী রাজা, সাবেক ছাত্রশিবির নেতা দেলোয়ার হোসেন লস্কর, বিএনপির সুলতান আহমদ, যুবদলের আল আমিন প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন, জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি আবুল হাসান।
বক্তারা বলেন, বদরুল হক খসরু দৈনিক সিলেটের ডাক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি এবং জকিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিলেন।
তিনি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জকিগঞ্জ টাউন ক্লাবের সাধারণ সম্পাদক, ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি ও জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদরাসার গভর্নিং বডির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
বদরুল হক খসরু বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর