বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর হাওরে বোরো ধান কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল/৩ বৈশাখ) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ড ফরিদুর রহমান। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম সাথী ও উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সুবিদপুর ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার, প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার, ইউপি মেম্বার সুমন মিয়া আখঞ্জী ও প্রদীপ সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড মো ফরিদুর রহমান বলেন, যে জমিগুলোর ধান ৮০ ভাগ পেকেছে সেগুলো কেটে ফেলতে হবে। শ্রমিক না পেলে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে হবে।
তিনি বলেন, সরকারি গুদামে প্রচুর ধান সংগ্রহ করা হবে। তবে কৃষকদের শুকনো ধান দিতে হবে। সরকার প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করছে। প্রয়োজনে সরাসরি কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ করা হবে।
তিনি হুশিয়ারি দেন, সরকারিভাবে ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।