বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে সূরা ফাতেহা বিকৃত করে কনটেন্ট তৈরি ও প্রচার করে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে টিকটকার ইব্রাহিম ও মুক্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৫ এপ্রিল/২ বৈশাখ) দুপুরে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন আইনজীবী সেলিম আহমেদ।
আদালতের বিচারক কামরুল ইসলাম মামলাটি গ্রহণ করে এফআইআর করার আদেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী গ্রামের বাসিন্দা ইব্রাহীম ও মুক্তা স্বামী-স্ত্রী। তারা দীর্ঘদিন ধরে কনটেন্ট তৈরি করে ফেসবুক থেকে লাখ লাখ টাকা আয় করেছেন।
গত রমজান মাসে এই দম্পতি পবিত্র কোরআনের সূরা ফাতিহা ব্যঙ্গ করে কনটেন্ট তৈরি ও প্রচার করেন, যা নিয়ে দেশ-বিদেশে তোলপাড় শুরু হয়।