মৌলভীবাজারবাসীর বর্ষবরণ বর্ণাঢ্য শোভাযাত্রা বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে

No Image Available
  • আপডেট টাইম : April 15 2025, 04:07
  • 4 বার পঠিত
মৌলভীবাজারবাসীর বর্ষবরণ বর্ণাঢ্য শোভাযাত্রা বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারবাসী বর্ণাঢ্য শোভাযাত্রা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে বরণ করেছেন।
সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বর্ষবরণ মঞ্চে সমবেত কন্ঠে ‘এসো হে বৈশাখ এসো এসো…’ এই আগমনী সংগীতে নববর্ষকে স্বাগত জানানো হয়।
পরে সেখান থেকেই একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা শুরু হয়। নতুন জামাকাপড় পড়ে, যেমন খুশি তেমন সেজে ও ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে এতে অংশ নেন, হাজারো বাঙালি নারী-পুরুষ-শিশু-কিশোর। শোভাযাত্রাটি শহরের শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী বৈশাখী মেলার ২৪টি স্টল পরিদর্শন করেন, জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন, জেলা বিএনপির আহবায়ক মো ফয়জুল করিম ময়ূন, পৌরসভার প্রশাসক বুলবুল আহমেদ, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) ও পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক মনোয়ার আহমেদ রহমান।
সেখানে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
নতুন বছরকে বরণ করতে পৃথক ভাবে মৌলভীবাজার পৌরসভা, বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক সংগঠন দিনব্যাপী আবৃত্তি, নৃত্য , নাটিকা ও সংগীতানুষ্টান পালন করছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়সী নারী পুরুষ সকাল থেকেই বর্ষবরণ উৎসবে যোগ দিচ্ছেন, স¤প্রীতি ও সুন্দর আগামী দিনের প্রত্যাশায়।

এই ক্যাটাগরীর আরো খবর