দিরাইয়ে শুভনববর্ষ উপলক্ষে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজন

No Image Available
  • আপডেট টাইম : April 15 2025, 04:17
  • 4 বার পঠিত
দিরাইয়ে শুভনববর্ষ উপলক্ষে ছিলো বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সহ নানা আয়োজন

দিরাই প্রতিনিধি : শুভ নববর্ষ উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসনও বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সহ নানা কর্মসূচি গ্রহণ করে।
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে গানে গানে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে৷
পরে বিএডিসি মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজিত সরকার, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ সূত্রধর, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও পানি উন্নয়ন বোর্ডের মাঠ প্রকৌশলী এ টি এম মোনায়েম হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
দিরাই সাংস্কৃতিক জোটের পরিচালনায় দিনব্যপী আয়োজনে ছিলো গান, নৃত্য, যাদু প্রদর্শন, সাপ খেলা, মোরগের লড়াই ইত্যাদি।
এছাড়াও স্থানীয় উদ্যোক্তাদের তৈরি মৃৎশিল্প সহ হরেক রকম পণের সমারোহে বৈশাখী মেলা বসে।

এই ক্যাটাগরীর আরো খবর