হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ উদযাপিত

No Image Available
  • আপডেট টাইম : April 14 2025, 12:15
  • 21 বার পঠিত
হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ উদযাপিত

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ উদযাপন করা হলো।
নতুন বছরকে বরণ করতে কর্মসূচি ছিলো, আনন্দ শোভাযাত্রা, বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার বিভিন্ন খেলাধুলা।
সোমবার সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড মো ফরিদুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো নূরুল ইসলাম, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদুর রহমান, সিভিল সার্জন ডা রত্মদ্বীপ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক ও জেলা বিএনপির যুগ্মআহবায়ক এনামুল হক সহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামবাংলার লাঠিখেলা অনুষ্ঠিত হয়।
এছাড়াও জেলা বিএনপির উদ্যোগে পৌরসভা মাঠে পান্তা উৎসবের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
অন্যদিকে চিলড্রেন পার্কে আয়োজিত বৈশাখী মেলায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব।

এই ক্যাটাগরীর আরো খবর