সিলেটে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে সোমবার শুভ নববর্ষ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে সার্কিট হাউজ থেকে বৈশাখী শোভাযাত্রা শুরু হয়ে ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যায়।
পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এছাড়া মহানগরীর শাহী ঈদগায় বৈশাথী এবং ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে বর্ষবরণ উপলক্ষে বৈশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলার আয়োজন করা হয়।
বাংলা নববর্ষ বরণে সারা দেশের মতো সিলেটেও সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন শতকণ্ঠে বর্ষবরণ, প্রদীপ প্রজ্জ্বলন, একক ও সমবেত গান পরিবেশনা, নৃত্য, আবৃত্তি, সংগীত, রঙ তুলিতে বর্ষবরণ এবং বৈশাখী মেলার আয়োজন করে।
শ্রুতি সিলেট সকাল ৭টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত সারদা স্মৃতিভবন প্রাঙ্গণে আয়োজন করে বর্ষবরণ উৎসবের। আনন্দলোকের উদ্যোগে শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে বর্ষবরণ উৎসবের আয়োজন করে। এতে অংশগ্রহণ করে, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান, সিলেট ললিতকলা একাডেমি, দ্বৈতস্বর ও নৃত্যশৈলী।
চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ভোলানন্দ নৈশ উচ্চ বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৈশাখী অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়।–পিআইডি সিলেট