দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল/১ বৈশাখ) রাত ১টার দিকে দিরাই পৌর এলাকার চণ্ডিপুরে তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলায় জুয়েল মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
দিরাই থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, জুয়েল মিয়াকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।