ওসমানীনগর থানা পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেওয়া আসামি আবার গ্রেফতার

No Image Available
  • আপডেট টাইম : April 14 2025, 11:55
  • 16 বার পঠিত
ওসমানীনগর থানা পুলিশের নিকট থেকে ছিনিয়ে নেওয়া আসামি আবার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের ওসমানীনগর থানা পুলিশের নিকট থেকে হাতকড়া সহ ছিনিয়ে নেওয়া আসামি আকছার মিয়া আবার গ্রেফতার হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল/১ বৈশাখ) রাত দেড়টার দিকে ওসমানীনগর থানা পুলিশের একটি আভিযানিক দল হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় অভিযান চালিয়ে আকছার মিয়াকে (৫৫, পিতা মৃত সমছু মিয়া, বড় হাজীপুর, ওসমানীনগর, সিলেট) গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ১ এপ্রিল বিকেল পৌণে ৫টার ওসমানীনগর থানা পুলিশ পরোয়ানাভুক্ত আসামি আকছার মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে ইসলামপুর (রামকৃষ্ণপুর) এলাকায় পৌছামাত্র একই এলাকার আজিম ও তার ভাই হাসানের ফেসবুক লাইভ দেখে আকছার মিয়ার পরিবারের সদস্য ও গ্রামের লোকজন আজিম-হাসানদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। এর একপর্যায়ে কিছু লোক দায়িত্বরত পুলিশ সদস্যদের নিকট থেকে হাতকড়া পড়া আসামি আকছার মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশের একাধিক দল পরদিন ভোররাত পর্যন্ত অভিযান পরিচালনা করে। এ সময় মুক্তারপুর হাওর এলাকা থেকে পরিত্যক্ত কাটা অবস্থায় হাতকড়াটি পেয়ে জব্দ করা গেলেও পলাতক আসামি ও ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যেতে সক্ষম হয়।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ওসমানীনগর থানার একটি মামলা (নং-০১, তারিখ-০২ এপ্রিল, ২০২৫, ধারা-১৪৩/৩৪১/৩৩২/২২৪/২২৫/১৮৬/৩৫৩ পেনাল কোড) রুজু হয়।
ইতঃপূর্বে এ ঘটনার ভিডিও চিত্র দেখে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করে। অন্যান্য আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলে পুলিশ জানিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর