সিলেটে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে আয়োজিত ‘মোটর ফেস্ট’ শেষ হয়েছে।
দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে এ ধরনের আয়োজন এই প্রথম। এতে ব্যাপক সাড়াও পড়ে। আয়োজক ছিলেন শিক্ষার্থীরা। সহযোগিতা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত মোটর ফেস্টে অনেক ভিন্টেজ গাড়ির পাশাপাশি আধুনিক সময়ের গাড়িও অংশগ্রহণ করে বলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির জনসংযোগ শাখা জানায়।
মোটর ফেস্টে প্রয়াত নন্দিত চিত্রনায়ক সালমান শাহের একটি গাড়িও প্রদর্শন করা হয়। সবমিলিয়ে বিভিন্ন ধরনের ১৪৮টি গাড়ি প্রদর্শিত হয়।
মোটর ফেস্ট পরিদর্শন করেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড তৌফিক রহমান চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ ফেস্ট উপভোগ করেন।
মোটর ফেস্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিন, অন্তর, রনি, আকিব, দিগন্ত, সাইফ, তানিম, আজহার, তুহেল, এমাদ, ইফাজ, শাকিল প্রমুখ।–সংবাদ বিজ্ঞপ্তি