নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ছিনতাই চক্রের মূল হোতা গ্রেফতার হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জকিগঞ্জ থানার সিএনজি অটোরিকশা ছিনতাই মামলার (নং-০১, তারিখ-০৫ এপ্রিল ২০২৫ ধারা-৩৯৪, পেনাল কোড) আসামি আব্দুস সালামকে (২৫, পিতা মৃত কুটি মিয়া, গ্রাম লহরীদশ ঘর, বিশ্বনাথ, সিলেট) গ্রেফতার করে।
পুলিশ জানায়, সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে এবং তার সঙ্গী তিনজনের নাম প্রকাশ করেছে।
আব্দুস সালামের বিরুদ্ধে সিলেটের ওসমানীনগর থানারেএকটি মামলা (নং-১২, তারিখ ২৮ জুলাই ২০২৪, ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড) আদালতে বিচারাধীন রয়েছে।