হবিগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১২টি পদে বিএনপিপন্থীরা জয়ী || ছিলোনা আ লীগ

No Image Available
  • আপডেট টাইম : April 10 2025, 06:38
  • 34 বার পঠিত
হবিগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে ১২টি পদে বিএনপিপন্থীরা জয়ী || ছিলোনা আ লীগ

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১৫টি পদের মধ্যে সভাপতি ছাড়া ১২টি পদেই বিএনপিপন্থী প্যানেলের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বুধবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে সভাপতি পদে দল নিরপেক্ষ মো আব্দুল হান্নান চৌধুরী ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত মো শামছুল হক (১) পান ২২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত মো গিয়াস উদ্দিন চৌধুরী বকুল ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো জসীম উদ্দিন (৩) পান ১৭৬ ভোট। একই পদে অপর প্রার্থী জামায়াতে ইসলামী সমর্থিত রহমতে এলাহী পান ৫৮ ভোট ও অ্যাডভোকেট মনমোহন দেবনাথ পান ২৩ ভোট।
এছাড়াও সহসভাপতি পদে বিএনপির সমর্থিত মো মুদ্দত আলী, যুগ্মসাধারণ সম্পাদক (দেওয়ানী শাখা) পদে আব্দুল মুনতাকিম চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক (ফৌজদারী শাখা) পদে মো আব্দুল মতিন, লাইব্রেরি ও সংস্কৃতি সম্পাদক পদে মোহাম্মদ আব্দুর রহিম, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক পদে মো লেনিন জামান, মহিলা বিষয়ক সম্পাদক পদে (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) আমিনা বেগম, সিনিয়র সদস্যের ৪টি পদে (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) সেলিম চৌধুরী, মো নূরুল ইসলাম, মো মিজানুর রহমান-১ ও মো কামাল উদ্দিন আহমেদ, জুনিয়র সদস্যের ৩টি পদে (বিনাপ্রতিদ্বন্দ্বিতায়) মো এনামুল হক সেলিম, মো আফজাল হোসেন ও তারেক রহমান শাওন নির্বাচিত হয়েছেন।
ফলাফল ঘোষণা করেন, প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী। নির্বাচনে ৬৮৩ জন ভোটারের মধ্যে ৫২৭ জন ভোট দিয়েছেন।
এর আগে নির্বাচন প্রত্যক্ষ করেন, সিনিয়র জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব, কেন্দ্রীয় নেতা শেখ সুজাত মিয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম কামাল উদ্দিন. চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আনোয়ার ছাদাত ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা অ্যাডভোকেট আমিনুল ইসলাম।
নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন নিয়ে কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি।

এই ক্যাটাগরীর আরো খবর