ভারতের সঙ্গে চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে আনার চেষ্টা করা হচ্ছে

No Image Available
  • আপডেট টাইম : April 10 2025, 13:58
  • 33 বার পঠিত
ভারতের সঙ্গে চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে আনার চেষ্টা করা হচ্ছে

বিশেষ প্রতিবেদক, সুনামগঞ্জ : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপরাধীদের হস্তান্তরের বিষয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি আছে। এর আওতায় শেখ হাসিনাকে দেশে আনার চেষ্টা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১০ এপ্রিল/২৭ চৈত্র) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা আরো বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে-আরো বাড়বে। আগ্নেয়াস্ত্রের ব্যবহার যেনো রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি ঘটাতে চায় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। আস্তে আস্তে পরিস্থিতির আরো উন্নতি হচ্ছে।
উপদেষ্টা পরে প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে দেখার হাওরে বোরো ধান কেটে ধানকাটা উদ্বোধন করেন।
তিনি জানান, সুনামগঞ্জে পতিত জমি ব্যবহারে সরকার প্রায় ৫শ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা-উন-নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মো মুশফেকুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মুহাম্মদ ইলিয়াছ মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহম্মদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী চৌধুরী ও থানা অফিসার ইনচার্জ আকরাম আলী।

এই ক্যাটাগরীর আরো খবর