শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাহাড়া ইউনিয়নের মির্জাকান্দা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।
এলাকাবাসী, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্র জানায়, গ্রামের মুক্তার আলীর ছেলে আসমত আলীর পক্ষ ও নিয়াজ আলীর ছেলে জাফর মিয়ার পক্ষের লোকজনের মাঝে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধ ছিলো। এই পরিস্থিতিতে আঙিনায় লাগানো ছাল্লিয়া ঘাস গরুর খাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১০ এপ্রিল/২৭ চৈত্র) সকাল অনুমান ৭টায় সংঘর্ষ বাধে।
ইউনিয়ন পরিষদ মেম্বার আলমাস মিয়া ও শাল্লা থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন।
গুরুতর আহতদেরকে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আশেপাশের স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শাল্লা থানার ওসি জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি গিয়ে নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত আছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।