বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বার চান্দুরা গ্রামে পরকিয়ার জের ধরে দিনমজুর ছাবু মিয়াকে খুনের ঘটনায় চার আসামির ফাঁসির আদেশ হয়েছে।
বুধবার (৯ এপ্রিল/২৬ চৈত্র) দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এ কে এম কামাল উদ্দিন মামলার রায়ে এই দণ্ডাদেশ দেন। একই সঙ্গে আসামিদেরকে ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশও দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্তরা হলেন, উপজেলার বার চান্দুরা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এমরান মিয়া, মারাজ মিয়ার ছেলে সোলেমান, মৃত হরমুজ আলীর ছেলে জাহেদ মিয়া ও মুরাদপুর গ্রামের মৌলা মিয়ার ছেলে আবুল। রায় ঘোষণার সময় তারা সবাই আদালতে হাজির ছিলেন। পরে তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়।
তবে মামলা চলাকালে অপর আসামি মারাজ মিয়ার মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদালতের পেশকার তপন সিংহ জানান, বার চান্দুরা গ্রামের লাল মিয়ার ছেলে দিনমজুর ছাবু মিয়াকে ২০০৯ সালের ১৩ এপ্রিল পরকিয়ার জের ধরে আসামির খুন করে গ্রামের একটি জঙ্গলে মরদেহ ফেলে রাখে। পরদিন তার মরদেহ পাওয়া যায়। এ ব্যাপারে ছাবু মিয়ার ভাই হাফিজ মিয়া ৩ জনকে আসামি দিয়ে থানায় একটি এজহার দায়ের করেন। মাধবপুর থানার এসআই আলমগীর তদন্ত শেষে সেই বছরের ২১ মে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।
রায়ে মামলার বাদি সন্তোষ প্রকাশ করেন।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছু মিয়া চৌধুরী রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফারুক মহালদার উচ্চ আদালতে আপিল দায়ের করবেন বলে জানিয়েছেন।