নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা সহ একজন গ্রেফতার হয়েছে।
বুধবার (৯ এপ্রিল/২৬ চৈত্র) মধ্যরাতের পর জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মো এনাম উদ্দিন (৫২, পিতা মৃত আব্দুর রহমান, মাইজকান্দি পূর্ব, জকিগঞ্জ, সিলেট) নামে একজনকে গ্রেফতার করা হয়।
এরপর আভিযানিক দল তার দেহ তল্লাশি করে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করে।
এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।