ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

No Image Available
  • আপডেট টাইম : April 08 2025, 10:52
  • 22 বার পঠিত
ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে হবিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা, গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল ২৫ চৈত্র) দুপুরে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথক ৩টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে শহরের কোর্ট মসজিদ এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আরিফ ও গাজী সহ অন্যান্য নেতা।
বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানান।
তারা সমাবেশ থেকে ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেন এবং সাধারণ মানুষদের ইসরাইলি পণ্য ব্যবহার না করার আহবান জানান।

এই ক্যাটাগরীর আরো খবর