বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : ফিলিস্তিনে ইসরাইলের বর্বরোচিত হামলা, গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদল হবিগঞ্জের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
মঙ্গলবার (৮ এপ্রিল ২৫ চৈত্র) দুপুরে বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পৃথক ৩টি মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে শহরের কোর্ট মসজিদ এলাকায় জেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, আরিফ ও গাজী সহ অন্যান্য নেতা।
বক্তারা অবিলম্বে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানান।
তারা সমাবেশ থেকে ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেন এবং সাধারণ মানুষদের ইসরাইলি পণ্য ব্যবহার না করার আহবান জানান।