জকিগঞ্জ প্রতিনিধি : সিলেটের জকিগঞ্জ উপজেলার মুমিনপুর পূর্বমহল্লা জামে মসজিদ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল/২৫ চৈত্র) জকিগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মহল্লাবাসী এ আহ্বান জানান।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, ইকবাল হোসেন। লিখিত বক্তব্যে দাবি করা হয়, প্রায় অর্ধশত বছরের পুরাতন এ মসজিদটি একটি প্রভাবশালী মহলের বাংলোঘরের সামনে থাকায় তারা মসজিদটি ভেঙ্গে দখলের পায়তারা করে আসছে। মসজিদের নামে রেকর্ডভুক্ত ৬ শতক মূল্যবান ভূমির মধ্যে ইতোমধ্যেই তারা দখল করে নিয়েছে অধিকাংশ ভূমি। পুননির্মাণের নামে প্রভাবশালী মহল মসজিদটি জোরপূর্বক ভেঙ্গে ফেলে। মহল্লাবাসী জায়গাটি বেদখল হওয়ায় আশংকায় অস্থায়ী ঘর নির্মাণ করে নামাজ আদায় করে যাচ্ছেন। এ নিয়ে বিরোধের জের ধরে গত ৫ এপ্রিল মহল্লাবাসীর উপর প্রভাশালী মহলটি হামলা চালিয়ে স্কুল শিক্ষক ও ব্যাংকার সহ ৪ জনকে কুপিয়ে জখম করে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। মহল্লাবাসী সরকার ও সমাজের সকল মহলের কাছে ঐতিহ্যবাহী এ ধর্মীয় প্রতিষ্ঠানটি রক্ষায় এগিয়ে আসার আহবান জানান।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুমিনপুর গ্রামের আব্দুল মালিক, খলিলুর রহমান, আব্দুস সালাম, নাসির উদ্দিন, বুরহান উদ্দিন, বাহার উদ্দিন, শাসসুল হক, আব্দুস ছামাদ, জয়নাল আবেদীন ও আবিদ আলী।