বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারবাসী মার্চ ফর প্যালেস্টাইনের মাধ্যমে ফিলিস্তিনে ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদ জানিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল/২৪ চৈত্র) বিকেলে মৌলভীবাজার প্রেসক্লাব চত্বরে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ প্রতিবাদ জানানো হয়।
শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, জেলা মুসলিম উম্মা ও সামাজিক সংগঠনের কর্মী সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারও মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, ইসরাইলি পণ্য বয়কটের ডাক দেন।