শাল্লা প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় হামলা, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় তৌহিদী জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (৭ এপ্রিল/২৪ চৈত্র) উপজেলা পরিষদ মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের পুরাতন ভবনের সামনের রাস্তায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এনামুল হক, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য মাহবুব সোবহানী চৌধুরী, যুগ্মআহ্বায়ক মো আব্দুল করিম ও সহকারী শিক্ষক রফিকুল ইসলাম রফিক।
উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা আবুল খায়ের ও মাওলানা আবু তাহেরের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বাংলাদেশ সরকারের প্রতি ইসরাইলের বিরুদ্ধে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর এবং জনগণের প্রতি ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান।