গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে উত্তাল সিলেট

No Image Available
  • আপডেট টাইম : April 07 2025, 12:02
  • 9 বার পঠিত
গাজায় ইসরাইলের বর্বরোচিত হামলা গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে উত্তাল সিলেট

নিজস্ব প্রতিবেদক : গাজায় ইসরাইলের বর্বেরোচিত হামলা, গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে পুরো সিলেট বিভাগ সোমবার (৭ এপ্রিল/২৪ চৈত্র) উত্তাল ছিলো। বিভিন্ন জেলা ও উপজেলা সদরে দিনভর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট মহানগরীতে ইসরাইলি মালিকানাধীন বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগ দুটি প্রতিষ্ঠানে ভাংচুর করা হয়েছে।
বাদ জোহর মহানগরীর বন্দরাজার থেকে চৌহাট্টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত বিক্ষুব্ধ জনতার মিছিল-সমাবেশে উত্তপ্ত ছিলো।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে গাজায় ন্যাক্কারজনক হামলা, নৃশংস হত্যাযজ্ঞ ও ধ্বংসাত্মক কার্যকলাপ বন্ধে ইসরাইলকে বাধ্য করতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়।
বক্তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের নিষ্ঠুরতার বিরুদ্ধে বিভিন্ন মুসলিম দেশের নীরবতায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বিকেল ৩টা থেকে বিকেল ৫টার মধ্যে মহানগরীর মিরবক্সটুলা এলাকায় কেএফসি রেস্টুরেন্ট এবং দরগাগেইট এলাকায় বাটার দোকান ভাঙচুর হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে।

এই ক্যাটাগরীর আরো খবর