হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন শাল্লা ইউনিয়ন সাধারণ রিসোর্স সেন্টার ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।
এই রিসোর্স সেন্টার শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে আব্দুল মান্নান মিয়ার বাড়িতে তার ছেলে আব্দুল হান্নান মিয়ার দায়িত্বে ছিলো।
গ্রামবাসী ও ফায়ার সার্ভিস জানায়, শনিবার (৫ এপ্রিল) সকাল ৭টার দিকে গ্যাস সিলিন্ডার ছিদ্র হয়ে আগুনের সূত্রপাত হয়।
আব্দুল মান্নান মিয়া জানান, ইসলামিক ফাউন্ডেশন সাধারণ রিসোর্স সেন্টার ঘরে গ্যাস সিলিন্ডারটি রাখা ছিলো। কাজের মহিলা রান্না করার জন্য গ্যাসলাইটার দিয়ে আগুন ধরাতে গেলে আগুন ছড়িয়ে পড়ে।
কাজের মহিলার চিৎকার শুনে আশেপাশের লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালাতে থাকেন। পরে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস দল এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আব্দুল হান্নান মিয়া আরো জানান, ঐ ঘরে রাখা চাল, নগদ টাকা, আসবাবপত্র, ২ আলমারি ভর্তি সাধারণ রিসোর্স সেন্টারের মুল্যবান কাগজপত্র ও বই পুড়ে ছাই হয়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।