ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫৪ বোতল বিদেশী মদ সহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

No Image Available
  • আপডেট টাইম : April 06 2025, 14:42
  • 3 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫৪ বোতল বিদেশী মদ সহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব ব্রাহ্মণবাড়িয়ায় ৩৫৪ বোতল বিদেশী মদ সহ ৬ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও সিপিসি-৩, সুনামগঞ্জের যৌথ আভিযানিক দল শনিবার (৫ এপ্রিল) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাউতলী সেতু এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫৪ বোতল বিদেশী মদ ও ২টি প্রাইভেটকার উদ্ধার সহ ৬ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো শাওন (৩২ পিতা মো রুহুল আমিন, উত্তরচর নোয়াবাদ, সদর, ভোলা), মিরাজুল ইসলাম (৩৪, পিতা মৃত মোহাম্মদ আলী, উত্তর কাফনা, বিশম্বপুর, সুনামগঞ্জ), মো সেলিম মিয়া (৩০, পিতা কাশেম আলী, চ্যাঙবিল, বিশম্বপুর, সুনাামগঞ্জ), ওবায়দুল রহমান (৩১, পিতা মৃত মোফাজ্জল বাঘা, কালিকানগর, সদর, ভোলা), মো শাহজাহান (২৬, পিতা রজব আলী, কাফনা, বিশম্ভরপুর, সুনামগঞ্জ) ও মো দ্বীন ইসলাম (৩০, পিতা আব্দুল ওয়াদুদ, কাফনা, বিশম্ভরপুর, সুনামগঞ্জ)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সবাইকে জব্দকৃত আলামত সহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর