জকিগঞ্জে প্রতিপক্ষের হামলায় শিক্ষক ও ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত

No Image Available
  • আপডেট টাইম : April 06 2025, 15:15
  • 10 বার পঠিত
জকিগঞ্জে প্রতিপক্ষের হামলায় শিক্ষক ও ব্যাংক কর্মকর্তা গুরুতর আহত

জকিগঞ্জ প্রতিনিধি : স্কলার্সহোম মেজরটিলা সিলেট ক্যাম্পাসের জ্যেষ্ঠ শিক্ষক জালাল উদ্দিন ও তার সহোদর পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার কামাল উদ্দিন সহ ৫ জন প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মুমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মসজিদ ভেঙ্গে জমি দখলের প্রতিবাদ করায় প্রতিপক্ষ লুৎফুর রহমান ও তার লোকজন তাদেরকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ করে জকিগঞ্জ থানায় আব্দুল বাতিন নামে এক ব্যক্তি বাদি হয়ে রবিবার (৬ এপ্রিল/২৩ চৈত্র) মামলা দায়ের করেছেন।
এতে তিনি অভিযোগ করেছেন, মুমিনপুর পূর্ব জামে মসজিদ ভেঙ্গে জায়গা দখল নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এমন পরিস্থিতিতে জালাল উদ্দিন ও কামাল উদ্দিন বাড়িতে আসেন।
আরো অভিযোগ করেছেন, প্রতিপক্ষের অতর্কিত হামলায় দুভাই আহত হওয়ার জের ধরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে অপর কয়েকজন আহত হন।
জকিগঞ্জ থানার ওস জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় জকিগঞ্জ থানায় মামলা রেকর্ড করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর