নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব মোবাইল চুরির অভিযোগে যুবকের গায়ে আগুন দিয়ে হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে হবিগঞ্জের বানিয়াচং উপজেলা থেকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল শুক্রবার (৪ এপ্রিল) রাতে বানিয়াচং উপজেলায় অভিযান পরিচালনা করে।
এসময় হবিগঞ্জের বাহুবল মডেল থানার মামলা {নং-১০/৩২, তারিখ : ১৩/০৩/২০২৫ খ্রি, ধারা-১৪৩/ ৩২৩/ ৩২৬/ ৩০৭/ ৩৩৮/ ৩৮৬/ ৫০৬(২)/ ১২০(খ)/ ১১৪/ ৩৪ পেনাল কোড ১৮৬০} মূলে হত্যাচেষ্টার অপরাধে হবিগঞ্জ সদর উপজেলার বনদক্ষিণ গ্রামের মো আব্দুল মালিক (৫৫, পিতা মৃত আব্দুল হেকিম) ও মো মোজাহিদ মিয়াকে (২২, পিতা মৃত আব্দুল মালিক) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে বাহুবল থানায় হস্তান্তর করা হয়েছে।