নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় স্বামী কর্তৃক স্ত্রী হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শুক্রবার (৪ এপ্রিল/২১ চৈত্র) দুপুরে জেলার সরাইল উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় সরাইল থানার যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধোর করে হত্যা মামলার আসামি মো উজ্জ্বল মৈশানকে (৪৮, পিতা অলি মৈশান, কালিকচ্ছ, মনিরবাগ, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।