নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ মহানগর শাখার ব্যানারে মিছিলের ঘটনায় পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে।
বুধবার (২ এপ্রিল) সকালে মহানগরীর ধোপাদিঘিরপাড় এলাকায় এই মিছিল বের করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শাফায়েত খান (৩৪, পিতা হাফিজ খান, পূর্ব পাঠানটুলা লন্ডনী রোড, সিলেট), জহিরুল ইসলাম (১৯, পিতা রাহাত নূর, ভাটিপাড়া, দিরাই, সুনামগঞ্জ, বর্তমান গার্ডেন গলি বাসা নং ২৫/০৫, মদিনা মার্কেট, সিলেট), সোহেল আহমদ সানী (১৮, পিতা জালাল আহমদ, মাটিয়াপুর, দিরাই, সুনামগঞ্জ, বর্তমান পাঠানটুলা, আমির খান গলি, বাসা নং ৩৭/০৫ অগ্রণী, সিলেট), রবিন কর (২৩, রমনী মোহন কর, নালীয়া, টুকেরবাজার, সিলেট), ফাহিম আহমদ (২৩, ফারুক আহমদ, বঙ্গবীর ব্লক-বি-৮২, নাইওরপুল পয়েন্ট, সিলেট), রাজন আহমদ রমজান (২৩, পিতা নূর মিয়া, রহমান ভিলা, শামীমাবাদ, সিলেট). বশির খান লাল (৫০, পিতা মৃত হাফিজ খান, পাঠানটুলা, আমির খান রোড বাসা নং ১৫৪), সিলেট) ও সোয়েব আহমেদ (২৫, পিতা মতিন মিয়া, খাদিমপাড়া, সিলেট)।