শাল্লায় নবীন আলেম হাফেজ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

No Image Available
  • আপডেট টাইম : April 03 2025, 15:31
  • 11 বার পঠিত
শাল্লায় নবীন আলেম হাফেজ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আল ফালাহ ইসলামী যুব সংঘ এসআইএম ফাউন্ডেশনের উদ্যোগে নবীন আলেম হাফেজ সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল/২০ চৈত্র) শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সংবর্ধনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, দারুলউলুম দেওবন্দের সিনিয়র মোহাদ্দিছ ও আদব বিভাগীয় প্রধান শায়খুল হাদিস আল্লামা আফজাল হোসাইন বাসতাওয়ী (ভারত)।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দরগাহপুর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা নূরুল ইসলাম খান। জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলৈতলী ও কাতিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা ইমদাদুল্লাহর সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সদস্য মাওলানা মুফতি মোবাশ্বির আহমেদের সঞ্চালনায়
আরো বক্তব্য রাখেন, ঢাকার মাওলানা নাজমুল হাসান কাসেমী, জমিয়াতুস সুন্নাহ ঢাকার মুহাদ্দিস মুফতি নূরুউদ্দিন কাসেমী, কৌড়িয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা হেলাল আসহাব ও মাওলানা মুফতি শরফুদ্দিন কাসেমী এবং দারুল উলুম দারুল হাদিস হরিপুর সিলেটের মুহাদ্দিস মাওলানা মুফতি হেলাল মাহমুদ কাসেমী।

এই ক্যাটাগরীর আরো খবর