এ এস কাঁকন : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রকৃতির লীলাভূমি মৌলভীবাজারের বিভিন্ন পর্যটন এলাকায় সববয়সের নারী-পুরুষ-শিশুর ঢল নেমেছে। লাখো পর্যটকের সমাগমে উৎসবমূখর পুরো জেলা। ঈদের আনন্দ উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে সপরিবারে ভ্রমণপিপাসুরা ছুটে এসেছেন।
রূপবৈচিত্র্যের ভাণ্ডার এ জেলায় ছোটো-বড়ো মিলিয়ে শতাধিক পর্যটন এলাকা রয়েছে। এসব স্থান দর্শন-পরিদর্শনে তৃপ্ত হয় পর্যটকদের মন। তাই এখানে ছুটে আসা। অনেকে ঈদের ছুটি ছাড়াও প্রতিদিন মৌলভীবাজারে ঘুরতে আসেন।
চা-কন্যা ভাস্কর্য, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট-বিটিআরআই, টি মিউজিয়াম, উঁচু নিচু পাহাড়, আনারস, লেবু, পান, আগর-আতর ও রাবার বাগান এবং ঝর্ণার জলরাশি মৌলভীবাজারের দিকে প্রকৃতিপ্রেমিদের টেনে আনে।
পর্যটকরা জানান, এখানকার সবুজ পাহাড় আর চা বাগান বরাবরই তাদের মুগ্ধ করে। তাই ছুটি পেলেই সবুজের স্বাদ নিতে ছুটে আসেন।
টুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর পিন্টু দেব জানান, পর্যটকদের নিরাপওায় তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সড়কে পুলিশি টহলও জোরদার করা হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইসলাম উদ্দিন জানান, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এবার বাড়তি সতর্কতা ছিলো জেলা প্রশাসনের। আশানুরূপ পর্যটকও এসেছেন।