শাল্লা প্রতিনিধি : জার্মান বিএনপির সভাপতি মো আকুল মিয়া বিএনপির নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।
বুধবার (২রা এপ্রিল/১৯ চৈত্র) সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপির এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শাল্লা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও কৃষক দলের সদস্য সচিব মো হাবিবুর রহমান হাবুলের সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির দিরাই উপজেলা যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী মাসুক, শাল্লা উপজেলা যুগ্ম আহ্বায়ক মো জাকির হোসেন, নিত্যানন্দ দাস নিতাই, দিরাই উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য ইয়াহিয়া মিয়া ও উসমান গণি।
প্রধান অতিথি আকুল মিয়া বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।, দল যাকে মনোনয়ন দিবে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার বিজয়ের জন্য কাজ করে যাবো।
কর্মীসভায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।