বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অর্ধশত আহত হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, তেঘরিয়া গ্রামের তাহের মিয়া ও আবদুল মজিদ মিয়ার লোকজনের মধ্যে ২৮ মার্চ ঢাকার মিরপুর এলাকায় চলমান ব্যবসা সংক্রান্ত বিষয়ে হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ব্যবহার করে। খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো বন্দে আলী ও পুলিশের উপপরিদর্শক নূরুল ইসলাম মোল্লা সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
লাখাই থানার ওসি জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত। সংঘর্ষে জড়িত থাকায় ৪ জনকে আটক করা হয়েছে।