ঈদের দিন মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার || স্বামী সহ শ্বশুর পরিবার পলাতক

No Image Available
  • আপডেট টাইম : April 02 2025, 07:31
  • 4 বার পঠিত
ঈদের দিন মাধবপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার || স্বামী সহ শ্বশুর পরিবার পলাতক

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঈদের দিন দুপুরে আঙ্গুরা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মরেদেহ উদ্ধারের পর থেকে গৃহবধূর স্বামীর বাড়ির সবাই পলাতক রয়েছে।
গ্রামবাসী ও পুলিশ জানায়, প্রায় ৬ বছর আগে মাধবপুর উপজেলার মীরনগর গ্রামের মাহমুদ আলীর মেয়ে আঙ্গুর বেগমের বিয়ে হয় পার্শ্ববর্তী হাড়িয়া গ্রামের নাজমুল মিয়ার সঙ্গে; কিন্তু নেশার টাকা জোগড় করে দিতে স্বামী প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতো।
৩১ মার্চ ভোররাতে আঙ্গুরা বেগমের শ্বশুর বাড়ির লোকজন তার পিতার বাড়িতে জানায়, আঙ্গুর বেগম গুরুতর অসুস্থ। খবর পেয়ে গৃহবধূর বাবা সহ পরিবারের লোকজন তার শ্বশুর বাড়িতে গিয়ে দেখেন, মেয়ের মরদেহ পড়ে আছে।
পরে থানায় খবর দিলে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আঙ্গুরা বেগমের মরদেহ উদ্ধার করে।
আঙ্গুরার বেগমের পিতা মোহাম্মদ আলী জানান, মেয়েকে ঈদের বাজার করে দিয়েছিলেন; কিন্তু তার ঈদ করা হরোনা।
তার মেয়েকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনার পর থেকে আঙ্গুরার বেগমের স্বামী ও শ্বশুর সহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এই ক্যাটাগরীর আরো খবর