বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : জামায়াতে ইসলামীর আমীর ডা শফিকুর রহমান বলেছেন, ‘আমার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দেওয়ার চেষ্টা করা হয়েছিলো। অথচ তখন আমার বয়স ছিলো সাড়ে ১২ বছর। আমার বিরুদ্ধে কেউ মিথ্যা সাক্ষ্য দেয়নি। এমনকি হিন্দু সম্প্রদায়ের কাউকেও সাক্ষ্য দিতে রাজি করানো যায়নি।’
মঙ্গলবার (১ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ডাকবাংলো মাঠে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা শফিকুর রহমান বলেন, ‘১৯৭১ সালে আমি একটি ভিন্ন সংগঠন করতাম। তবে এখন বলবোনা আমি কি করতাম, কারণ এখন ঐ সংগঠনের নাম নিতে মানুষ লজ্জাবোধ করে। আমি সেই সংগঠনের একজন ক্ষুদে সমর্থক ছিলাম’।
তিনি আরো বলেন, ‘বিগত জালিম সরকারের আমলে আমরা ১১ জন শীর্ষ নেতা-কর্মীকে হারিয়েছি, ৫ শতাধিক মানুষ পঙ্গু হয়েছে, আমাদের হাজার হাজার নেতা-কর্মী মামলার শিকার হয়ে দেশ ছেড়ে বিদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে-ফিরে পেতে আইনি লড়াই চলছে।’
কুলাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, দলের সিলেট মহানগর আমীর মো ফখরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল কুদ্দছ, সেক্রেটারি মো ইয়ামির আলী, মাওলানা আব্দুর রহমান, সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রব, মাওলানা আমিনুল ইসলাম, শাহিন আহমদ খান, হাফিজ তাজুল ইসলাম, মো আবু রাইয়ান শাহিন, আব্দুল হাই হেলাল ও মো এমদাদুল ইসলাম।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করা হয়।