সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

No Image Available
  • আপডেট টাইম : March 31 2025, 13:52
  • 9 বার পঠিত
সিলেটে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : সিলেট সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে সোমবার (৩১ মার্চ/১৭ চৈত্র) মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
মহানগরীর ঐতিহাসিক শাহী ঈদগায় সিলেট বিভাগের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া হজরত শাহজালাল (র) দরগা, হজরত শাহপরান (র) দরগা, শাহ মদনী (র) ঈদগা, কানিশাইল ঈদগা, বরইকান্দি ঈদগা, কুদরত উল্লাহ জামে মসজিদ, কালেক্টরেট মসজিদ ও নবাবী মসজিদ সহ বিভিন্ন ঈদগা, মসজিদ ও খোলামাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
প্রতিটি জামাত শেষে দেশ, জাতি ও ফিলিস্তিনী জনগণ সহ মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়
পিআইডি জানায়, ঈদুল ফিতর উপলক্ষে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কদ্বীপ বাংলা ও আরবিতে ‘ঈদ মোবারক’ খচিত ব্যানারে এবং সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়। এছাড়া নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়েছে। এজন্য বিভিন্ন বিষয়ে সমন্বয় রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে।
এবারের ঈদে লম্বা ছুটি থাকায় অন্যবারের চেয়ে মানুষের মধ্যে ঈদের উচ্ছ্বাস বেশি। বিকেল থেকে মহানগরীর আশেপাশের পার্ক ও বিনোদন কেন্দ্র এবং পর্যটন স্পটে ভ্রমণ পিপাসু ও দর্শনার্থীদের ভিড় জমতে থাকে।
ঈদের পরদিন থেকে সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে প্রচুর পর্যটক আসবে বলে ধারণা করছে জেলা প্রশাসন। এ সম্পর্কে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সাইন বোর্ড লাগানো হয়েছে। পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পর্যটন পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে যেন অতিরিক্ত টাকা আদায় করা না হয়-সেজন্য নিদের্শনা প্রদান করা হয়েছে।
সুষ্ঠুভাবে ঈদের জামাত ও ঈদের যাবতীয় আনুষ্ঠানিকতা সহ ঈদ উৎসব নির্বিঘ্নে পালনে আইন-শৃঙ্খলা বাহিনী স্ব স্ব এলাকায় তাদের তৎপরতা অব্যাহত রাখে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর