মৌলভীবাজারে যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপিত

No Image Available
  • আপডেট টাইম : March 31 2025, 14:25
  • 8 বার পঠিত
মৌলভীবাজারে যথাযথ মর্যাদা ও বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈদুল ফিতর উদযাপিত

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : যথাযথ মর্যাদায়, ধর্মীয় ভাবগাম্ভীর্যে ও বিপুল উৎসাহ উদ্দীপনায় মৌলভীবাজারে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
মৌলভীবাজার পৌরসভার তত্ত্বাবধানে মোগল স্থাপত্যের আদলে নির্মিত জেলার বৃহত্তম সৈয়দ শাহ্ মোস্তফা (র) পৌর ঈদগায় ঈদুল ফিতরের প্রধান তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৬টায় প্রথম জামাতে ইমামতি করেন, মৌলভীবাজার জেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি মোহাম্মদ শামছুল ইসলাম। ছানি ইমামের দায়িত্ব পালন করেন, হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ।
দ্বিতীয় জামাতে ইমামতি করেন, বায়তুল আমান জামে মসজিদের খতিব শেখ মোহাম্মদ আব্দুল হক।
সর্বশেষ তৃতীয় জামাতে ইমামতি করেন, সুলতানপুর জামে মসজিদের খতিব মুফতি মাওলানা শামছুজ্জোহা।
প্রথম জামাতে অংশ নেন, জেলা প্রশাসক মো ইসরাইল হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান, পৌর প্রশাসক বুলবুল আহমেদ, জেলা বিএনপির আহবায়ক মো ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান) ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়ামীর আলী সহ রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবী নেতৃবৃন্দসহ কয়েক হাজার মানুষ। নামাজ শেষে দেশ ও জাতির সুখ, শান্তি ও অগ্রগতি কামনায় মোনাজাত করা হয়।
এ সময় শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র‌্যাবের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য দায়িত্ব পালন করেন।
এছাড়াও জেলার বিভিন্ন ঈদগা ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর