ব্রিটেনের কমিউনিটি সংগঠন প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এবারও পবিত্র রমজান উপলক্ষে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার ৩০টি মাদরাসা ও এতিমখানায় ইফতাররি খাওয়ানো হয়েছে।
এর ধারাবাহিকতায় সংগঠনের প্রেসিডেন্ট হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রানা, ট্রেজারার জামাল হোসেন ও চ্যারিটি কো-অর্ডিনেটর মোহাম্মদ মকিস মনসুরের সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ টিমের মাধ্যমে মাসব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে আর্থিক সহায়তা দিয়েছেন, সংগঠনের সদস্য হারুনুর রশিদ, হাবিবুর রহমান রানা, জামাল হোসেন, মোহাম্মদ মকিস মনসুর, নূরুল ইসলাম মাহবুব, সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর, মসুদ আহমদ, সিপার করিম, আব্দুর রকিব শিকদার, আকলাকুল আলম সেবু, সৈয়দ আবু সাঈদ আহমদ, এম আশরাফ মিয়া, নুনু মিয়া, সৈয়দ আকলাকুল আম্বিয়া রাবেল, এ বি রুনেল, সৈয়দ করিম ছায়েম, নূরুল ইসলাম, শাহ শাফি কাদির, আব্দুর রউফ তালুকদার, শিপন আহমদ, মুজিবুর রহমান, আলাউদ্দিন আহমদ, হেলেন ইসলাম, মোক্তার আলী, তুহিন আহমদ, আব্দুল মালিক, আসাদ মিয়া, মইনুর ইসলাম, আব্দুল মুমিন, ফখরুল ইসলাম, বদরুল হক মনসুর ও মোশাহিদুর রহমান সহ অন্যরা।
এছাড়া শনিবার (২৯ মার্চ) মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা মিলনায়তনে এক আলোচনা, মিলাদ, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট টাউন কামিল মাদরাসা শাখার পরিচালনায় ও প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের মৌলভীবাজার জেলা শাখার ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, সাপ্তাহিক জনপ্রত্যাশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা ছাদিক আহমদ। মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার প্রধান ক্বারি ও সহ নাজিম মাওলানা সিরাজুল ইসলাম মাসুকের প্রধান অতিথি ছিলেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মুফতি মো শামছুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ফাউন্ডেশনের সহ সভাপতি মো জয়নাল আবেদীন খান, মৌলভীবাজার জেলা আল ইসলাহর সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মো এনামুল হক, শেখ বোরহান উদ্দিন সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাস্ট অব মৌলভীবাজারের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, মাওলানা মো আব্দুস শহীদ, মাওলানা লোকমান খান নবীন, মাওলানা জুনেদ আহমদ, মাওলানা আশরাফুল আলম, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সুমন আহমদ, ক্বারি ইউসুফ আলী, ক্বারি নাঈফ ইমতিয়াজ, হাফিজ ক্বারি শাহিন আহমদ ও ক্বারি সালেহ আহমদ।
ব্রিটেন থেকে টেলিকনফারেন্সে বক্তব্য দেন, প্রাউড টু বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের চ্যারিটি কো-অর্ডিনেটর বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর।–সংবাদ বিজ্ঞপ্তি