নিজস্ব প্রতিবেদক : সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন।
শনিবার (২৯ মার্চ) দুপুরে জকিগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল জকিগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোপিরচক এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় জুয়েল আহমদ (২১, পিতা মৃত রচমান আলী, মানিকপুর, জকিগঞ্জ, সিলেট) নামের একজনকে গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।