পুলিশ নারী কল্যাণ সমিতি-পুনাক, সিলেট মহানগর শাখা জুলাই-আগস্ট আন্দোলনে মহানগরী এলাকার শহীদদের পরিবার ও গুরুতর আহতদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।
রবিবার (৩০ মার্চ/১৬ চৈত্র) বিকেলে সিলেট মেট্রোপলিটন হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে এই উপহার বিতরণ করা হয়।
সিলেট মহানগর পুনাক সভাপতি জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো রেজাউল করিম, পিপিএম-সেবা।
আরো উপস্থিত ছিলেন, পুনাক সহসভাপতি শারমিন আক্তার, সাধারণ সম্পাদক সালমা আক্তার, সদস্য সায়মা আক্তার, শাহানাজ সুলতানা, কারিমা আক্তার, খাদিজা রাইয়্যান, পূজা মল্লিক, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) রাখী রানী দাস ও অন্যান্য।
সিলেট মহানগরীর ২২ শহীদ পরিবার ও গুরুতর আহত সদস্যকে ঈদ উপহার প্রদান করা হয়।
উপহার বিতরণ শেষে শহীদ পরিবারের সদস্যদের সাথে পুনাক সভাপতি ও পুলিশ কমিশনার ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।–তথ্য বিবরণী